kalerkantho


নোটিশ বোর্ড

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ফার্মা কার্নিভাল’ উদ্‌যাপিত

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ফার্মা কার্নিভাল’ উদ্‌যাপিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বার্ষিক একাডেমিক উৎসব ‘ফার্মা কার্নিভাল’ ২০১৬ উদ্‌যাপিত হয়েছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২২-২৯ সেপ্টেম্বর এই উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রিং অনুষদের ডিন অধ্যাপক ড. আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারপারসন শামসুন নাহার খান। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য