kalerkantho


মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণা

রাজধানীর স্কুলগামী শিশুর ৭৭ শতাংশ পর্নোগ্রাফি দেখছে

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানী ঢাকার স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ শতাংশই নিয়মিতভাবে পর্নোগ্রাফি দেখছে। এসব পর্নোগ্রাফির বেশির ভাগই দেশে তৈরি হয়ে থাকে। এ ছাড়া চারটি পদ্ধতিতে অশ্লীল ভিডিও তৈরি হচ্ছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে তৈরি পর্নোগ্রাফির চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে তৈরি পর্নো ভিডিও মানুষ বেশি দেখছে। এই ভিডিওগুলোতে ১৮ বছরের কম বয়সী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

আয়োজক সংস্থার শিশু সুরক্ষা কর্মসূচির ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকার ৫০০ স্কুলগামী শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ‘৭৭ শতাংশ শিশু নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। তারা একটি বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে পর্নোগ্রাফির সঙ্গে সম্পর্কিত ২০০ শব্দের ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে।


মন্তব্য