kalerkantho


নওগাঁয় ১৪ দলের জনসভা

‘২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন নয়’

নওগাঁ প্রতিনিধি   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন নয়। সংবিধানের বিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে বিএনপিকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।’

গতকাল শনিবার বিকেলে নওগাঁর নওজোয়ান মাঠে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সঠিক। সে সময় খালেদা জিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাওয়া হয়েছিল। তার পরও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি।  সংবিধান অনুযায়ী সে সময় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

নওগাঁ জেলা ১৪ দলের সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক এমপির সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, জাসদ (ইনু) স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য এম এ গণি, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।


মন্তব্য