kalerkantho


বিএসএমএমইউয়ে চালু হচ্ছে নতুন ছয়টি বিভাগ একটি অনুষদ

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন করে চালু হচ্ছে আরো ছয়টি বিভাগ ও একটি অনুষদ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

অনুমোদন পাওয়া নতুন বিভাগগুলো হলো রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডোডনটিকস বিভাগ এবং মেডিসিন এডুকেশন অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শিশু অনুষদ।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন প্রমুখ।


মন্তব্য