kalerkantho


বরিশালে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বরিশাল অফিস   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০বরিশালের বানারীপাড়ায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর খাল থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামের গঙ্গামতি এলাকায় লাশটি পাওয়া যায়।

শুভ মণ্ডল (২০) নামের এই শিক্ষার্থী তেতলা এলাকার অনিল মণ্ডলের ছেলে। তিনি বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুভ শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পুলিশকে জানানো হয়। গভীর রাতে স্থানীয় লোকজন গঙ্গামতি খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত শুভর বাবা অনিল মণ্ডল বলেন, ‘তাঁর ছেলে দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়।


মন্তব্য