kalerkantho


শিশুর শ্লীলতাহানির দায়ে চট্টগ্রামে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০এক কন্যাশিশুর শ্লীলতাহানির দায়ে চট্টগ্রামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানের বাইরে এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক সামশুল আরেফিন।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাব্বির রহমান সানি কালের কণ্ঠকে বলেন, ‘৪২ বছর বয়সী হুমায়ুন কবির অনুষ্ঠানস্থলের বাইরে এক শিশুকন্যাকে শ্লীলতাহানি করে বলে আমাদের কাছে অভিযোগ আসে। অভিযোগের পক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুজন কাউন্সিলর সাক্ষ্য-প্রমাণ দিলে তাত্ক্ষণিকভাবে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে আট মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী কাউন্সিলর জেসমিন পারভীন জেসি কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের চোখের সামনেই ছোট্ট মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে ওই ব্যক্তি। বিষয়টি আমরা তাত্ক্ষণিক জেলা প্রশাসনকে অবহিত করি।

তাত্ক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাসা নগরীর দামপাড়া এলাকায় বলে জানা গেলেও বিস্তারিত ঠিকানা জানা যায়নি।


মন্তব্য