kalerkantho

বইমেলা

চাঁদপুর প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০‘কৈশোর তারুণ্যে বই’ এ স্লোগানে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আজ শনিবার থেকে চার দিনের বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার ও বিশিষ্ট সাংবাদিক তুষার আবদুল্লাহ। অন্যদের মধ্যে প্রফেসর ড. মোরশেদ শফিউল হাসান, লেখক জয়নাল হোসেন, প্রকাশক মিলনকান্তি নাথ, সৈয়দ জাকির হোসাইনসহ চাঁদপুরের বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিক উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলাওয়ার হোসেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


মন্তব্য