kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।

বৃত্তি

মানিকগঞ্জ প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০মানিকগঞ্জে ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ জুনিয়র বৃত্তি’ দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, ডা. লেলিন চৌধুরী, ও ডা. বিলকিস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির মোট ৪৭০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৩২ জন। এ ছাড়া ৫৬ জন সাধারণ এবং ৭৩ জন বিশেষ কোটায় বৃত্তি পায়।


মন্তব্য