kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সংক্ষিপ্ত

নিরাপদ সড়ক চাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০নিরাপদ সড়কের দাবিতে যশোরের মণিরামপুরে গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। গতকাল সকালে পৌর চত্বরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা সড়কে আর কোনো মৃত্যুর মিছিল দেখতে চাই না। নিরাপদ সড়ক চাই। ’ মণিরামপুর শুভসংঘের সভাপতি মো. শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাবেশে বক্তব্য দেন কালের কণ্ঠ’র মণিরামপুর প্রতিনিধি মোহাম্মাদ বাবুল আকতার, সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দেবনাথ, রায়হান আহম্মেদ, সৌম্য পাঠক, তৌহিদুর রহমান, শোয়েব আহম্মেদ, নাহিদ কামাল, মেহেদী হাসান, সাকিব আল হাসান, আফরোজা সুলতানা মিম প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


মন্তব্য