kalerkantho


রওশনকে নিয়ে সিলেট যাচ্ছেন এরশাদ

সিলেট অফিস   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ শনিবার সিলেট আসছেন। তাঁর সঙ্গে এই সফরে দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ ২৫ জন কেন্দ্রীয় নেতা রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ছাড়াও সিলেটে একটি সমাবেশে এরশাদ বক্তব্য দেবেন। সিলেট  থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে এরশাদ এর আগে ঘোষণা দিয়েছিলেন।  জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া জানান, এরশাদ, রওশন এরশাদসহ দলীয় নেতারা দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে নেতারা হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে দলীয় সমাবেশে যোগ দেবেন। তিনি জানান, এরশাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ, সাবেক মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, পানিসম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ ২৫ জন কেন্দ্রীয় নেতা সিলেট আসছেন।


মন্তব্য