kalerkantho


অ্যাটর্নি জেনারেল বললেন

সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটি মহল সচেষ্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় জঙ্গি হামলা উড়িয়ে দেওয়া যায় না। একটি মহল সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে সব সময় সচেষ্ট থাকে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা মান্দ্রা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ হিন্দু সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহীন, লৌহজং থানার ওসি মো. আনিচুর রহমান, স্থানীয় হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।


মন্তব্য