kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


শেখ হাসিনার জন্য ফুলের তোড়া নরেন্দ্র মোদির

কালের কণ্ঠ ডেস্ক   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনার শুভ কামনা করে পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে ভারতীয় দূতাবাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছিলেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী এক চিঠিতে শেখ হাসিনাকে কঠিন সময়ে আশার বাতিঘর হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের সাহসিকতাপূর্ণ নেতৃত্বদানের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখেন, আপনার সক্ষম দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন থেকে নিরাপত্তা, সব ক্ষেত্রে দ্রুত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে।

সূত্র : বাসস।


মন্তব্য