kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


বরিশালে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল অফিস   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০



বরিশালের বাকেরগঞ্জে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠী এলাকায় লাশটি পাওয়া গেছে।

নিহত এই ব্যবসায়ীর নাম শামীম খান (৩০)। তিনি একই ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের হামিদ খানের ছেলে। স্থানীয় বাজারে তাঁর একটি প্রসাধন সামগ্রীর দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে উত্তর কৃষ্ণকাঠি গ্রামের একটি মাছের ঘেরের পাশে গলা কাটা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যায়। নিহত শামিমের মা মালেকা বেগম জানান, তাঁর ছেলে প্রতিদিন ৮টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। কিন্তু বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরতে দেরি করছে দেখে শামীমের মোবাইল ফোনে বারবার ফোন করা হয়। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

মালেকা বেগম জানান, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে ছেলের খোঁজ নিয়েছেন তাঁরা। কিন্তু শামীমকে পাওয়া যায়নি। গতকাল সকালে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা লাশটি শনাক্ত করেন।


মন্তব্য