kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


পুলিশের সাহসী কর্মকর্তাদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০



সাম্প্রতিক সময়ে জঙ্গিবিরোধী অভিযানে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার সাহসী পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এফএন্ডডি), অতিরিক্ত আইজিসহ (এএন্ডও) অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি সূত্রমতে, সাহসী ভূমিকা পালন করার জন্য ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলামসহ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (কনফিডেন্সিয়াল) ও ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার ও সংশ্লিষ্টদের সম্মাননা দেওয়া হয়।


মন্তব্য