kalerkantho


সংসদে মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধকালীন সম্মুখযুদ্ধের স্থানে হবে স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মুক্তিযুদ্ধকালীন সম্মুখযুদ্ধের স্থান ও বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংরক্ষিত নারী আসনের সদস্য দিলারা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় ব্যবহৃত বধ্যভূমিগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের মনিরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য তাঁর মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে।


মন্তব্য