kalerkantho


৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, খুলনায় ১৯০টি কেন্দ্রে একযোগে ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে প্রার্থীদের নিজ নিজ পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর ও ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে প্রয়োজনীয়সংখ্যক দেয়াল ঘড়ি সরবরাহ করবে কমিশন। পরীক্ষার আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

৩৫তম বিসিএস থেকে ২০০ নম্বরের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর বাদ যাবে।

প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট এক হাজার ২২৬ জনকে ৩৭তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।


মন্তব্য