kalerkantho


সংসদে নৌপরিবহনমন্ত্রী

৪০ বছরে ৫৯৫ নৌ দুর্ঘটনায় সাড়ে ৪ হাজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত গত ৪০ বছরে ৫৯৫টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে চার হাজার ৬৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গতকাল বুধবার সরকারি দলের সংসদ সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। নৌপরিবহনমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের জবাব পড়ে শোনান পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ১৯৭৬ থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত দেওয়া এ হিসাবে ৫১০ জন আহত হয়। এ ছাড়া ৪৬৬ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়। সরকারি দলের গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না। লঞ্চ চলাচলের জন্য বিআইডাব্লিউটিএর ফিটনেস সনদ থাকা সাপেক্ষে রুট পারমিট এবং সময়সূচি দেওয়া হয়। কাজেই ফিটনেস সনদবিহীন লঞ্চের চলাচলের কোনো সুযোগ নেই।

জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে বর্তমান মোট নৌযানের সংখ্যা ১৯৫। এর মধ্যে ৫০টি ফেরি, ৩৯টি যাত্রীবাহী জলযান, সাতটি কোস্টার, ১২টি ট্যাংকার, ডাম্প বার্জ ১২টি, টাগ ১৫টি, সেলফ প্রপেল্ড বার্জ ছয়টি এবং সহায়ক জলযান রয়েছে ৫৪টি।

৪৪টি দেশে জিকা ভাইরাস : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বিশ্বে এ পর্যন্ত মোট ৪৪টি দেশে জিকা ভাইরাস আছে বলে প্রমাণিত হয়েছে। সিঙ্গাপুরে বসবাসরত ১৯ জন বাংলাদেশির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি হিসাবে বর্তমানে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা চার হাজার ১৪৩। মারা গেছে ৬৫৮ জন। চিকিৎসাসেবা ও এইচআইভি শনাক্তকরণ কার্যক্রম সরকারি ১২টি হাসপাতালের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার মধ্যে চারটি সরকারি হাসপাতাল থেকে এইডসে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী জানান, দেশের চাহিদার শতকরা প্রায় ৯৮ ভাগেরও বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উত্পাদিত হয়। বর্তমানে দেশে উত্পাদিত ওষুধ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১২৫টি দেশে রপ্তানি হচ্ছে।


মন্তব্য