kalerkantho


দেয়ালধসে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রাজধানীর মিরপুরে একটি পরিত্যক্ত ভবনের দেয়ালধসে কুলসুম আখতার নিশি (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে নিশি তখন পাশের টিনশেড ঘরে অবস্থান করছিল।

বড় ভাই ইসমাইল হোসেন জানান, নিশি মিরপুরের সততা মডেল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। মিরপুর ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পাশে টিনশেড ঘরে তাঁদের বসবাস। রাত সাড়ে ৩টার দিকে পরিত্যক্ত দোতলা ভবনের দেয়ালধসে কিছু অংশ ঘরের চালে পড়ে। এতে ভাতিজা রায়হানসহ ঘুমিয়ে থাকা নিশি আহত হয়।


মন্তব্য