চকবাজারের পোস্তায় নিজ বাড়িতে দগ্ধ শিশু সানজিদা (২) গতকাল মঙ্গলবার মারা গেছে। বৃহস্পতিবার বাবা, মা ও বোনের সঙ্গে সে দগ্ধ হয়েছিল। অন্যরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির জাহাঙ্গীরের টিনশেড বাড়িতে আকস্মিক আগুন ধরে। সেখানে একটি কক্ষে বসবাসরত রেজাউল করিম, স্ত্রী রানী আক্তার, মেয়ে আনিকা ও সানজিদা দগ্ধ হয়। দগ্ধ এ চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন শিশু সানজিদা মারা গেছে। তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। এ পরিবারের অন্য তিন সদস্য চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের