kalerkantho


ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবির মামলা

নাটোরে সাবেক এমপির ছেলে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নাটোরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শফিকুল ইসলাম ওরফে রমিন (৪০)। গতকাল মঙ্গলবার বিকেলে সিংড়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে রমিনকে আটক করা হয়। তবে থানা হাজতে থাকা অবস্থায় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর ছবি পোস্টের বিষয়ে কিছুই জানেন না তিনি। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, গত সোমবার শফিকুল ইসলাম রমিন তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর পুলিশ তাঁকে আটক করে।


মন্তব্য