kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


জামিনে বেরিয়ে হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কক্সবাজারে সদ্য জামিনে মুক্তি পাওয়া এক আসামির গুলিতে শিশু, নারীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইসূলের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন একই এলাকার মো. তুষার (দেড় বছর), মিনারা বেগম (১৬) ও আসমা হোসনা সোহাগী (২২)। তুষারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া পূর্ব পাহাড়তলী এলাকার মোহাম্মদ ওয়াসিম নামের এক আসামি সম্প্রতি জামিনে বের হয়েছে। তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন ব্যক্তিকে ওয়াসিম ও তার লোকজন অভিযুক্ত করে। এ ঘটনায় বিরোধ দেখা দিলে স্থানীয়ভাবে সমাধান করার জন্য গত শুক্রবার রাতে সালিস বৈঠক হয়। বৈঠকে ওয়াসিম ও তার লোকজন প্রতিপক্ষকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নোবেল কুমার বডুয়া জানান, শুক্রবার গভীর রাতে শিশুসহ গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।


মন্তব্য