kalerkantho


স্বীকৃতি চায় রবিদাস সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আইনি স্বীকৃতি চায় রবিদাস সম্প্রদায়ের সদস্যরা। ২০১০ সালের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে রবিদাস সম্প্রদায়কে তালিকাভুক্তি করে এই আইনি মর্যাদা নিশ্চিতের দাবি জানায় তারা। এ জন্য আইনটি সংশোধনের কথাও বলে তারা।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এ দাবি জানায় তারা। সারা দেশে প্রায় আট লাখ নাগরিক রয়েছে এই সম্প্রদায়ের। যাদের প্রধান পেশা জুতা-স্যান্ডেল মেরামত করা।

গতকালের মানববন্ধনে রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলিপ রবিদাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ সিদ্দিকী ও রবিদাস উন্নয়ন পরিষদের নেতারাসহ এই সম্প্রদায়ের কয়েক শ সদস্য।

মানববন্ধনে যোগদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শেষ বর্ষের ছাত্র সুমন রবিদাস কালের কণ্ঠকে বলেন, ‘রবিদাস সম্প্রদায়ের অনেক ছেলেমেয়ে পড়াশোনা করেও ভালো চাকরি পাচ্ছে না। ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আইনি স্বীকৃতি পেলে সরকারি চাকরিতে নিয়োগে কোটা সুবিধাও পাওয়া যাবে।’মন্তব্য