kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


চ্যানেল আই ‘চেতনা চত্বর’ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চ্যানেল আইয়ের ১৮ বছরে পদার্পণকে সামনে রেখে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের সামনে দেয়ালে স্থাপিত ম্যুরাল ‘চেতনা চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করে বলেন, চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে যেভাবে ধারণ করে, সেটিকে চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত করেই এই চেতনা চত্বর স্থাপন করেছে।

সবার সম্মিলিত প্রয়াসে স্বাধীন বাংলাদেশ ও এ দেশবাসীর জীবনব্যবস্থা যেখানে উন্নীত হয়েছে তাকে কেউ কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ‘চেতনা চত্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য