kalerkantho


চট্টগ্রামে টিএসপি সার কারখানার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার গুদামে আগুন লেগেছে। গত বৃহস্পতিবার রাতে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, কারখানার ২ নম্বর গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আগুনে পুরনো সালফার ও রক ফসফেট পুড়ে ধোঁয়ার সৃষ্টি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, আগ্রাবাদ ইউনিটের আটটি গাড়ি দুর্ঘটনাস্থলে যায়। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আগস্টে কর্ণফুলী নদীর ওপারে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন গ্যাস ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে টিএসপির গুদামে আগুন লাগায় এলাকায় আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের আতঙ্ক কেটে যায়।

উল্লেখ্য, ১৯৭৪ সালে টিএসপি সার কারখানায় বাণিজ্যিক উত্পাদন শুরু হয়। এর বার্ষিক উত্পাদন ক্ষমতা এক লাখ মেট্রিক টন।


মন্তব্য