kalerkantho


ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল গতকাল। পরীক্ষা শেষে কলা ভবনের সামনে ভর্তীচ্ছুরা। ছবি : কালের কণ্ঠ

জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগের বছরগুলোতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেও জালিয়াতির ঘটনা ঘটলে এবার কোনো জালিয়াতি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার দুই হাজার ২৪১ আসনের বিপরীতে ৩৪ হাজার ৬০৬ ভর্তীচ্ছু আবেদন করে। আসনপ্রতি প্রতিযোগী ১৬ জন।

‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা আজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আজ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এবার ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ২৪৩ জন ভর্তীচ্ছু। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।


মন্তব্য