kalerkantho


বাসচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাসচাপায় প্রাণ গেল শিশুর

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শুক্রবার বাসের চাপায় রবিউল আউয়াল ইমন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে ইমন এ দুর্ঘটনার শিকার হয়। সে কারওয়ান বাজার আম্বরশাহ মাদ্রাসার হাফেজির ছাত্র ছিল। এ ঘটনায় বাসটিকে আটক করে পুলিশ। তবে এর চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, গতকাল দুপুর ২টার দিকে ইমন মাদ্রাসার পাশে মসজিদে জুমার নামাজ পড়ে বাসায় ফিলছিল। এ সময় আন্ডারপাসের কাছে রাস্তা পার হওয়ার সময় ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাপায় ইমন মারা যায়। বাসটি সাভার থেকে কমলাপুর পর্যন্ত চলাচল করে। চালক পালিয়ে গেলেও কমলাপুর থেকে বাসটি আটক করা হয়েছে। শিশুটির বড় বোন শিউলী আক্তার জানান, তাঁদের বাবার নাম সাইদুর রহমান। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানার চমকপুর গ্রামে। তিন ভাই ও তিন বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট।


মন্তব্য