kalerkantho


স্পিকারের সঙ্গে সাক্ষাৎ

নারীর অগ্রগতির প্রশংসায় অস্ট্রেলীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাংলাদেশে নারীর অগ্রগতি ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিবলেট। গতকাল বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এই প্রশংসা করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার উন্নয়নে শিক্ষা উপবৃত্তি, অবৈতনিক নারী শিক্ষা কার্যক্রম, বিনা মূল্যে বই বিতরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাসহ বাস্তবমুখী নানা পদক্ষেপ নেওয়ায় নারীরা এগিয়ে যাচ্ছে। তিনি সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া সরকারের আরো বেশি সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে তাঁরা উভয় দেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাসের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে আসন বণ্টন প্রক্রিয়া, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


মন্তব্য