kalerkantho


ভারত ও শ্রীলঙ্কা সফরে নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বন্ধুপ্রতিম দেশ ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’ গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

আইএসপিআর জানায়, নৌ জেটি ত্যাগের আগে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদক দল তাদের পরিবেশনার মধ্য দিয়ে জাহাজ দুটিকে বিদায় জানায়। এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল (ট্যাজ) ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীবসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১-২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০১৬ পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অবস্থান করবে। এতে সর্বমোট ৫১১ জন সদস্য অংশগ্রহণ করছে। এদের মধ্যে ২৪ জন নারী কর্মকর্তা ও ক্যাডেট রয়েছেন।


মন্তব্য