kalerkantho


দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রাজধানীর বনানী ও তেজগাঁওয়ে ১০ বছরের দুই শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। পাশবিক নির্যাতনের শিকার শিশুদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল রবিবার দুপুর ২টার দিকে বনানীর কড়াইল বস্তি থেকে অসুস্থ অবস্থায় ১০ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়। শিশুটির মা সাংবাদিকদের জানান, গত শনিবার দুপুরে বস্তির ভেতরে থাকা দোকানদার মিলন শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাসায় এসে বিষয়টি জানালে থানায় অভিযোগ করা হয়েছে।

একই দিন দুপুরে তেজগাঁও থানার পুলিশ ১০ বছরের আরেকটি শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশের এসআই মোশারফ হোসেন জানান, গত শুক্রবার রাতে তেজগাঁও গার্ডেন রোডের একটি বাসায় শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার সম্ভব হয়নি।


মন্তব্য