kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়ার মায়ের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়ার মায়ের ইন্তেকাল

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়ার মা জেবুন্নেসা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত ২টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি ১২ সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার চার ছেলে ও আট মেয়ের মধ্যে জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়াসহ দুই ছেলে দেশে রয়েছেন। বিদেশ থেকে এক মেয়েও সম্প্রতি দেশে আসেন।

ইকবাল করিম ভূইয়া গতকাল রবিবার কালের কণ্ঠকে জানান, তাঁর মা জেবুন্নেসা বেগম কানাডাপ্রবাসী ছিলেন। এক বছর আগে তাঁর দেহে ক্যান্সার ধরা পড়ে। সম্প্রতি তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

গতকাল বাদ জোহর মহাখালী ডিওএইচএস মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে জেবুন্নেসা বেগমের লাশ দাফন সম্পন্ন হয়।

বসুন্ধরা চেয়ারম্যানের শোক : জেবুন্নেসা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল ব্যক্তিগতভাবে ও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।


মন্তব্য