kalerkantho


রাউজানে মদভর্তি ট্রাকসহ আটক ২

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চট্টগ্রামের রাউজান থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার জলিল নগর ও বাগোয়ান ইউনিয়ন থেকে এক হাজার ২৪০ লিটার মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মদভর্তি একটি ট্রাকও আটক করা হয়েছে।

রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরের দিকে একটি ট্রাকভর্তি সাড়ে ১২ শ লিটার মদ পাচার করা হচ্ছিল—গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জলিল নগর এলাকা থেকে পুলিশ ওই মদভর্তি ট্রাকসহ শামসুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই রাতেই পুলিশ পাশের বাগোয়ান ইউনিয়নের খৈয়াপাড়া এলাকা থেকে মো. ইছহাককে ৪০ লিটার মদসহ আটক করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


মন্তব্য