kalerkantho


৭ অক্টোবর দুর্গোৎসব শুরু

না.গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ। গতকাল শুক্রবার শহরের রামকানাই আখড়ায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহার সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদ্‌যাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, ননী গোপাল সাহা, কমলেশ সাহা, প্রদীপ কুমার দাস, জেলার সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মণ্ডল, সদর উপজেলার সাধারণ সম্পাদক রঞ্জিত মণ্ডল, সোনারগাঁর লোকনাথ দত্ত, রূপগঞ্জের কৃষ্ণ ধর শর্মা, বন্দরের শংকর দাস, মহানগরের পূজাবিষয়ক সম্পাদক রিপন ঘোষ প্রমুখ।

বক্তারা দুর্গোৎসবকে সামনে রেখে তাঁদের মণ্ডপের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জেলা প্রশাসকের সভায় উপস্থাপন করার আহ্বান জানান। পাশাপাশি মণ্ডপে বরাদ্দ বাড়ানোরও দাবি জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর দুর্গাপূজা শুরু হয়ে ১১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর জেলায় ১৯০টি পূজামণ্ডপ স্থাপন করা হবে, যা আগের চেয়ে পাঁচটি বেশি।


মন্তব্য