kalerkantho


নির্বাচন নিয়ে আলোচনা হওয়া উচিত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য, ইনক্লুসিভ একটি নির্বাচন হতে পারে তা নিয়ে আলোচনা করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সরকার এ নিয়ে ‘উল্টো পথে’ চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এতে শুধু বিএনপি আক্রান্ত নয়, গোটা জাতি আক্রান্ত হয়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার সকালে উত্তরায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে ঈদ উদ্যাপন করে বৃহস্পতিবার ঢাকায় ফেরেন তিনি। পরে গতকাল সকালে নিজের উত্তরার বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর দেশের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন।


মন্তব্য