kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সৌদি আরবে হজ পালন শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, সব ঠিকঠাক থাকলে ২১ সেপ্টেম্বর সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমানে বিএনপি চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা দেবেন।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৭ সেপ্টেম্বর সৌদি আরব যান খালেদা জিয়া। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ পালন করেন তিনি। ঢাকা থেকে খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছিলেন তাঁর উপদেষ্টা এনামুল হক চৌধুরী, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ।


মন্তব্য