kalerkantho


শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ

উভয় পারেই গাড়ির চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে গতকাল বৃহস্পতিবার উভয় পারেই যানবাহনের চাপ ছিল। একদিকে কেউ কেউ এখনো যেমন ঈদ করতে বাড়ি যাচ্ছে, তেমনি অনেকেই ঈদ শেষে কর্মস্থল ঢাকার উদ্দেশে ফিরতে শুরু করেছে। এতে উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, গতকাল সকাল থেকে শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ ছিল। এখনো মানুষ ঈদ করতে গ্রামে যাচ্ছে, বিশেষ করে যারা ঈদের দিনও ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, তারা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যাচ্ছে। দুপুরের পর যানবাহনের চাপ কমলেও ঘাটে শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল।

অন্যদিকে ঈদের ছুটি শেষে গতকাল ঢাকায় ফিরতে শুরু করেছে লোকজন। কাওড়াকান্দি ঘাটেও ঢাকামুখী যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। এসব যাত্রী নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে বাসের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। কার আগে কে বাসে উঠবে এ প্রতিযোগিতা ছিল যাত্রীদের মধ্যে। তবে বহুসংখ্যক ফেরি থাকায় পারাপারে খুব বেশি ভোগান্তি হয়নি।


মন্তব্য