kalerkantho


ভারতীয় পর্যটক ভিসা

আবেদনে ই-টোকেন লাগবে না জ্যেষ্ঠ নাগরিকদের

কূটনৈতিক প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০৬৫ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পর্যটক ভিসা আবেদনের ক্ষেত্রে সাক্ষাতের নির্দিষ্ট সময়সূচি বা ই-টোকেন ব্যবস্থা তুলে দিচ্ছে ভারত। আগামী রবিবার থেকে এ ব্যবস্থা চালু হবে। এর ফলে বাংলাদেশি জ্যেষ্ঠ নাগরিকরা এ দেশের যেকোনো ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে গিয়ে ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি ৬৫ বছরের বেশি বয়সের বাংলাদেশি নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ (বহুবার প্রবেশের সুযোগ) পর্যটক ভিসা সুবিধা ঘোষণা করে। জ্যেষ্ঠ নাগরিকদের সুবিধার্থে শুভেচ্ছার নিদর্শন হিসেবে এ সুবিধা দেওয়া হচ্ছে।


মন্তব্য