kalerkantho


হান্নান শাহকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। গতকাল রবিবার রাত ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়ার কথা ছিল।

হান্নার শাহের বড় ছেলে শাহ রেজাউল হান্নান গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। রাত ১০টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় এসে পৌঁছাবে বলে আমরা আশা করছি। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে ১২টায় রওনা হতে পারব ইনশাল্লাহ।’

হান্নান শাহকে সিঙ্গাপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর বাবার আশু আরোগ্য কামনা করে বিএনপিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রেজাউল।

মঙ্গলবার ডিওএইচএসের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর সাবেক এই ঊর্ধ্বতনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা

পরিবারের সদস্যদের জানিয়েছেন, তাঁর হূদযন্ত্র ভালোভাবে কাজ করছে না। সে জন্য দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন।


মন্তব্য