kalerkantho


চাঁদপুরে কাল ৪০ গ্রামে ঈদ

চাঁদপুর প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল সোমবার চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদ উদ্যাপন করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রস্তুতি গ্রহণ করেছে।

জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ৮টায় সাদ্রা সিনিয়র মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

১৯২৮ সাল থেকে এই দরবার শরিফের পীর মরহুম মাওলানা ইসহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দেশে ঈদ উদ্যাপনের প্রচলন করেন। সেই থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ ছাড়াও ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তির ৪০টি গ্রামের মুসলমানরা এভাবে ঈদ পালন করছেন।


মন্তব্য