kalerkantho


নটর ডেমের বার্ষিক বিজ্ঞান মেলা শেষ হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার ২৬তম আসর গতকাল শনিবার শেষ হয়েছে। প্রতিবছরের মতো এবার রাজধানী ও বাইরের ৬৯টি স্কুল ও কলেজের কয়েক শ শিক্ষার্থী ৪১৫টি প্রকল্প উপস্থাপন করেন। নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাব এই মেলার আয়োজন করে। কালের কণ্ঠ বিজ্ঞান মেলার অন্যতম মিডিয়া পার্টনার ছিল।

গত বৃহস্পতিবার বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুক্র ও শনিবার মেলায় নানা প্রজেক্ট প্রদর্শন করা হয়। মেলার প্রক্রিয়া অবশ্য শুরু হয় গত ৩ সেপ্টেম্বর থেকে। এ ছাড়া ছিল বিজ্ঞান অলিম্পিয়াড ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দশম ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রকল্প উপস্থাপন করে। প্রতি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রকল্পকে পুরস্কার দেওয়া হয়। শনিবার বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীর পর মেলা শেষ হলেও আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান হবে আগামী নভেম্বরে।

ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল কলেজের ড্রেস পরে চার-পাঁচজনের একটি করে দল ফাদাম টিম ভবন, আর্চ বিশপ গাঙ্গুলি ভবন ও ফাদার হেরিংটন ভবনে প্রকল্প প্রদর্শন করছে। মেলায় ঘুরতে আসার দর্শনার্থীদের সামনে প্রকল্পের বর্ণনা তুলে ধরছে।


মন্তব্য