kalerkantho


সত্তরের মতো একটি নির্বাচন চাইলেন বিএনপি নেতা দুদু

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০‘সংকট’ উত্তরণে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সত্তরের মতো একটি নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, সে নির্বাচনের মধ্য দিয়ে ইনশাল্লাহ দেশের সব বালা-মুসিবত, সংকট মীমাংসা হয়ে যাবে। গতকাল শনিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল দুপুরে ‘ইয়ুথ ফোরাম’ আয়োজন করেছিল এক আলোচনা সভার। সংগঠনের উপদেষ্টা এম এম খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়, জিয়াউর রহমানকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়। তেমনি খালেদা জিয়া এবং আজকের প্রধানমন্ত্রীকে ছোট করলে বাংলাদেশ ছোট হয়ে যায়। শহীদ জিয়ার পদক বাতিল করে সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করেছে। কারণ সৌদি আরবে তাঁর লাগানো নিম গাছের নাম হয়ে গেছে জিয়া গাছ। যুক্তরাষ্ট্রের একটি সড়কের নাম রাখা হয়েছে শহীদ জিয়া সড়ক।


মন্তব্য