kalerkantho


মৃত্যুবার্ষিকী

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফজলুল কবির চৌধুরী

বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে নিজ বাড়িতে মরহুমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাউজান উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

ফজলুল কবির চৌধুরী সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম পোর্ট-ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল একাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিলর ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

আবু সাঈদ মাহমুদুল হক

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খানের শ্বশুর আবু সাঈদ মাহমুদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গত শুক্রবার মিরপুর-১-এর শাইনপুকুর হোল্ডিংসে মরহুমের নিজ বাসা এবং সিরাজগঞ্জের নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আবু সাঈদ বিসিআইসির কমন সার্ভিস ডিভিশনের ম্যানেজার ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য