kalerkantho


জঙ্গি জাহিদের লাশ দেখতে মর্গে বাবা

নিজস্ব প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নিহত জঙ্গি মেজর (অব.) জাহিদুল ইসলামের লাশ দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে গিয়েছিলেন তাঁর বাবা। গতকাল বুধবার দুপুরে বাবা নূরুল ইসলামসহ স্বজনরা মর্গে গেলেও পুলিশের অনুমতি না থাকায় মরদেহ না দেখেই তাদের ফিরতে হয়েছে।

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় ২ সেপ্টেম্বর রাতে এক পুলিশি অভিযানে নিহত হন মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নামে পরিচিত মেজর (অব.) জাহিদ। তিনি নব্য জেএমবির প্রশিক্ষক বলে পরে পুলিশ জানিয়েছে।

মর্গ সূত্র জানিয়েছে, গতকাল দুপুর ১টার দিকে স্বজনরা মর্গে পৌঁছে লাশ দেখতে চেয়েছিল। তাদের মধ্যে জাহিদের বাবা নূরুল ইসলাম ছিলেন। লাশ শনাক্ত ও দেখতে পুলিশের অনুমতি লাগবে জেনে তারা ফিরে যায়।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, এখন পর্যন্ত লাশ শনাক্ত করতে কেউ আসেনি।


মন্তব্য