kalerkantho


৫৭ ধারা সংশোধনের পক্ষে আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সাংবাদিক হয়রানি বন্ধে আইসিটি আইনের ৫৭ ধারা সংশোধনে আইন মন্ত্রণালয়কে পরামর্শ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল এক সেমিনারে তিনি এ কথা জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘তথ্যপ্রযুক্তি, নিউ মিডিয়া ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অজিত কুমার সরকার। আলোচনায় অংশ নেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দ্য রিপোর্ট ২৪ ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও টিআরএনবির সাবেক সাধারণ সম্পাদক সজল জাহিদ।


মন্তব্য