kalerkantho


ডিএসসিসির কাউন্সিলর হাবু বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ী অংশে অবৈধ ট্রাকস্ট্যান্ড বসিয়ে টাকা আদায় করছে একটি মহল। এ কারণে যানচলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি সম্প্রতি নগর ভবনে ২৬ সংস্থার সঙ্গে মতবিনিয়মকালে ঢাকা মহানগর পুলিশের কাছে এ বিষয়ে সহায়তাও কামনা করেন। সব কিছু ঠিক করে অবৈধ এ স্ট্যান্ডের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য তিনজন ম্যাজিস্ট্রেট এবং বিপুলসংখ্যক পুলিশ-র‍্যাব সঙ্গে নিয়ে অভিযানে যান ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ।


মন্তব্য