kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


অস্থিমজ্জা প্রতিস্থাপন

ডিএমসিএইচ ও ঢাকা সিএমএইচের মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ও সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার (ঢাকা সিএমএইচ) মধ্যে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা বিএমটি) বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিষ্ঠান দুটির বিএমটি সেন্টারের মধ্যে সহযোগিতার লক্ষ্যে এ স্মারক সই হয়।

গতকাল মঙ্গলবার ঢাকা সিএমএইচে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান ও ঢাকা সিএমএইচের ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।

প্রসঙ্গত, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ বেশ কিছু জটিল রোগের চিকিৎসায় অস্থিমজ্জা প্রতিস্থাপন খুবই কার্যকরী ব্যবস্থা। সম্প্রতি ঢাকা সিএমএইচে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন (বিএমটি) সেন্টার চালু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিএমটি সেন্টার প্রতিষ্ঠার পর উল্লেখযোগ্যসংখ্যক রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়েছে।


মন্তব্য