kalerkantho


হান্নান শাহ গুরুতর অসুস্থ, আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর ডিওএইচএসের বাসায় সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে হান্নান শাহের একান্ত সচিব শাজাহান সিরাজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সকাল ৯টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ পিএসসি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে জরুরিভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে হান্নান শাহের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়। জানতে চাইলে শাজাহান সিরাজ কালের কণ্ঠকে বলেন, স্যারের অবস্থা কেমন সেটা এখনো আমাদের জানানো হয়নি।


মন্তব্য