kalerkantho


সার্ক ট্যুরের কমিটি গঠন নিয়ে দুই সহপাঠীকে মারধর

জাবি প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের আসন্ন সার্ক ট্যুর উপলক্ষে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই সহপাঠীকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদ বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন—বিভাগের তৃতীয় বর্ষের (৪২তম ব্যাচের) শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম জাহিদ ও মাইনুল মনোয়ার হোসেন। একই বিভাগের রাকিবুল, তমাল, সূর্য, রাসেল, ফয়সালসহ ১১ জন তাঁদের মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক বশির আহমেদ। ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

জানা যায়, সার্ক ট্যুরের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের। ওই ব্যাচের অধিকাংশ (২৯ জন) শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের। তারা কমিটিতে বেশির ভাগ পদ চায়। অন্য সহপাঠীরা ভোটাভুটিতে যাওয়ার কথাও ওই হলের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। এ নিয়ে উভয় পক্ষ ক্ষুব্ধ ছিল। 

বিভাগের সভাপতি বশির আহমেদ বলেন, ‘সার্ক ট্যুর নিয়ে বিভাগের করিডরে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে মারামারির ঘটনা ঘটে।


মন্তব্য