kalerkantho


এমএনপি লাইসেন্সের নিলাম পিছিয়ে গেল

বিশেষ প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার লাইসেন্স নিলামের সময় এক সপ্তাহ পিছিয়ে গেল। গতকাল সোমবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নিলাম ২১ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর হবে। নিলামের তারিখ পরিবর্তন ছাড়াও যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ, বিড আর্নেস্টমানি জমা দেওয়া, আবেদন গ্রহণ ও বাতিল—এসবের সময়সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে।

বিটিআরসি গত ১৪ জুন এমএনপি সেবার লাইসেন্স নিলামের সময়সূচিসহ রোডম্যাপ প্রকাশ করে। সে অনুসারে লাইসেন্সের ফি নির্ধারণ হবে নিলামের মাধ্যমে। নিলামের ভিত্তিমূল্য থাকছে এক কোটি টাকা। এ সেবার জন্য ১৫ বছর মেয়াদে লাইসেন্স দেওয়া হবে আপাতত একটি প্রতিষ্ঠানকে।


মন্তব্য