kalerkantho


স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষার আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষা বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়।

২০টি কম্পানির ওষুধ ও ১৪টি কম্পানির অ্যান্টিবায়োটিক বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বহাল রাখেন আপিল বিভাগ। এ নির্দেশের পর ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস তাদের উৎপাদিত স্যালাইন বিএসটিআই এবং ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য হাইকোর্টে আবেদন করে। এ আবেদনে গত ২৪ আগস্ট আদালত স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত করার জন্য এইচআরপিবি আপিল বিভাগে আবেদন করে।

এইচআরপিবির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।


মন্তব্য