kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


বুড়িগঙ্গা তীরে অভিযান

অবৈধ ৫০ দোকান উচ্ছেদ, জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডাব্লিউটিএ। গতকাল রবিবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর কালীগঞ্জ তৈলঘাট থেকে আগানগর ব্রিজঘাট এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নদীতীরে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগে সনি টাওয়ারের মালিককে ২০ হাজার, ইমা কম্পিউটারের মালিককে পাঁচ হাজার, মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকাসহ মোট ৯ জনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ করা হয় ৫০টির বেশি টং দোকান। এ ছাড়া নদীতীরে পড়ে থাকা রড, ইট ও বালু তাত্ক্ষণিক নিলাম করে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানু শান্তি। উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ যুগ্ম পরিচালক গুলজার আলী, সহকারী পরিচালক শহিদুল হক, দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান প্রমুখ।


মন্তব্য